সিরিয়ার সৈন্যরা রাজধানী দামেস্ক ও দ্বিতীয় শহর আলেপ্পোতে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়লে মঙ্গলবার কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
সক্রিয়বাদিদের বরাত দিয়ে বিবিসি জানায় আলেপ্পো ও হোমসে কয়েদিরা জেলে বিদ্রোহ ও ভেঙ্গে পালানোর চেষ্টা করলে ৯ জন কয়েদি মারা যায়।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
তবে দামেস্ক বলেছে ওই ধরনের অস্ত্র সিরিয়ার অভ্যন্তরে মোতায়েন করা হবে না, তবে বিদেশী আক্রমণের বিরুদ্ধে অবশ্যই করা হবে।
সক্রিয়বাদীরা বলেছে সোমবারের সংঘর্ষে আরো ১১৬ জন মারা গেছে এবং ১৫ জুলাই দামেস্ক ও অন্যত্র সংঘর্ষ শুরু হওয়ার পর বেসামরিক লোক, বিদ্রোহি ও সরকারী সৈন্যসহ ১২৬০ জনের অধিক লোক নিহত হয়েছে।