গ্রিনল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থানসহ বিশাল এলাকা জুড়ে এ মাসে আকস্মিকভাবে ‘নজিরবিহীন’ বরফ গলেছে। স্যাটেলাইটে ধরা পড়েছে বরফ গলার এ দৃশ্য।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৮ জুলাইয়ের পর মাত্র চার দিনে বরফ গলার হার ৪০ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছে।
সাধারণত গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের বরফের স্তর প্রায় অর্ধেক গলে যায়। কিন্তু এ বছর এত দ্রুত সময়ে এত বেশি বরফ গলার ঘটনায় বিস্মিত বিজ্ঞানীরা। এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলছেন তারা।
গত তিন দশকের মধ্যে তিন কিলোমিটার পুরু এ বরফ স্তরের সর্বোচ্চ ৫৫ শতাংশ গলেছে।
১৮৮৯ সালের পর গ্রিনল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থান সামিট স্টেশন ও আশেপাশের এলাকায় এমন উল্লে¬খযোগ্যহারে বরফ গলেনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
তাদের মতে, এ ব্যাপারটি পরিবেশের এক বড় পরিবর্তনেরই ইঙ্গিত।