ব্রাজিলে নতুন প্রজাতির অন্ধ সাপের সন্ধান পাওয়া গেছে। এর আগে অন্ধ সাপ পাওয়া গেলেও এ ধরনের সাপ এই প্রথম দেখা গেল। ব্রাজিলের রন্ডোনিয়া এলাকায় মাদিরা নদীর তলদেশ থেকে সম্প্রতি এ ধরনের ছয়টি সাপ বের করে আনেন প্রকৌশলীরা।

নদীটিতে একটি জলবিদ্যুত্ প্রকল্পের কাজের জন্য খনন চলার সময় এই সাপগুলোর অস্তিত্ব টের পান তারা। এ ছয়টি সাপের মধ্যে একটি মৃত, তিনটি বনে ছেড়ে দেওয়া হয়েছে আর দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য গবেষণাগারে রাখা হয়েছে।

এই নতুন প্রজাতির অন্ধ সাপগুলো একটু অস্বাভাবিক রকমের দেখতে। দেখলে ভয় পাওয়ার চেয়ে ঘেন্নাভাবটাই বেশি কাজ করে। স্থানীয় বিশিষ্ট সাপ গবেষক জুলিয়ান তুপান বলেন, মনে হচ্ছে এই সাপ তার ত্বকের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের কাজ চালায়। আর ছোট মাছ ও কীটপতঙ্গ খেয়ে জীবনধারণ করে। তবে এই সাপ নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন বলে তিনি জানান।

ডেইলি মেইল।