নাইজেরিয়ার ইউনিয়ন নেতারা বলছেন, প্রেসিডেন্ট গুডলাক জনাথন এ মাসের জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি আংশিকভাবে পুর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণার পর, তারা জ্বালানী মূল্যের বিষয়ে দেশব্যাপী ধর্মঘট স্থগিত রাখছেন ।
নাইজেরিয়ার লেবার কংগ্রেসের প্রধান আবদুলওয়াহেদ ওমার সোমবার আবুজায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইউনিয়নসমুহ লাগোস, আবুজা ও অন্য বড় বড় শহরে ধর্মঘট ও বিক্ষোভ স্থগিত রাখছেন ।
ইউনিয়নগুলো এক সপ্তাহ আগে জ্বালানীর ওপর সরকারী ভর্তুকী প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ধর্মঘট শুরু করে । ১লা জানুয়ারী থেকে ভর্তুকী তুলে নেওয়ার পর জ্বালানী মূল্য দ্বিগুন বেড়ে যায় ।
সোমবার টেলিভিশনের প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট জনাথন গুডলাক বলেন, তার কথায় – ‘নাইজেরিয়ার জনগন যে কঠিন অবস্থার সম্মুখীন’ তা বিবেচনা করে জ্বালানী তেলের দর লিটার প্রতি ৬০ শতাংশ হ্রাস করা হবে । যা হবে ৩৫ শতাংশ হ্রাস কিন্তু নাইজেরিয়াবাসী আগে যে দাম দিতেন তার চাইতে লিটার প্রতি ৪৫ সেন্ট বেশী থাকবে ।
সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ও সেইসঙ্গে হানাহানির ফলে নাইজেরিয়ায় গোলযোগ অসন্তোষের আশংকা সৃষ্টি হয় ।