নেপালে শনিবার এক জীপ দুর্ঘটনায় একজন ভারতীয়সহ  কমপক্ষে ১৫ ব্যক্তি মারা গেছে। নেপালের পালপা জেলায় শনিবার সকালে এটি ভারতীয় জীপ রাস্তার ১০০ মিটার নীচে গড়িয়ে পড়ে গেলে এই ঘটনা ঘটে বলে এনডিটিভি জানায়।

খবরে বলা হয় প্রাথমিক খবরে বলা হয়েছিল নিহতদের সবাই ভারতীয়। কিন্তু পরে পুলিশ নিশ্চিত করে যে নিহতদের মধ্যে ১৪ জন নেপালি এবং এক জন মাত্র ভারতীয়।

পুলিশ জানায় জীপটি পালপা জেলার দিউরালি ভায়ার এর জোর্তিতে রাস্তার পাশ্বে নীচে পড়ে গেলে ৯জন মহিলা, দুই জন পুরুষ ও চারটি শিশু নিহত হয়। আহত দুই যাত্রীতে চিকিৎসার জন্য লুম্বিনি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

তারা জানায় যাত্রীরা পশ্চিম নেপালে স্থানীয় ঋষিকেশ মন্দিরে যাওয়ার জন্য এই ভারতীয় জীপটি ভাড়া করেছিল।