এটি একটি কুকুর ছানার ছবি। নাম মিনি। ব্রিটেনের সবচেয়ে ছোট্ট কুকুর এটি। জন্মের সময় এর ওজন ছিল ৩৭ গ্রাম। আকারে এতই ছোট যে, একটি আইফোনের ওপর আরাম করে শুয়ে থাকতে পারে। স্বচ্ছন্দে পকেটেও ভরে রাখা যায় তাকে। মুরগির ডিমের মতো ওজনের মিনির জন্মের পর তার মালিক ইমা উইলিয়ামস ভেবেছিলেন তার বেঁচে থাকাটা অনিশ্চিত। গত সপ্তাহে উইলিয়ামসের ইয়র্কশায়ারের বাসার পোষা কুকুর বেলা একসঙ্গে ছয়টি বাচ্চা জন্ম দেয়। অন্য পাঁচটি বাচ্চার প্রতিটির ওজন মিনির চেয়ে তিনগুণ। সুন্দর মিনিকে হাতের তালুতে রেখে খুনসুটিতে ব্যস্ত থাকেন উইলিয়ামস। বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের মালিক হওয়ায় গর্বিত উইলিয়ামস প্রতি দুই ঘণ্টা পর কিছু সময় ব্যয় করেন মিনিকে খাওয়ানোর জন্য। মায়ের দুধের পাশাপাশি তাকে গাভীর দুধ খেতে দেন উইলিয়ামস। তার বিশেষ যত্নে জন্মের এক সপ্তাহ পর মিনির ওজন ৫৪ গ্রাম। ডেইলি মেইল।