যুক্তরাষ্ট্রের পূর্ব উইসকনসিনের মিলওয়াকি শহরের একটি দোকানের রেফ্রিজারেটরে পাওয়া গেছে ৪০ বছরের পুরনো পনিরের বড় টুকরা। সঙ্গে পাওয়া অন্য দুটি পনিরের টুকরার বয়স যথাক্রমে ৩৪ ও ২৮ বছর। বর্তমান মালিক ঘোষণা দিয়েছেন ৪০ বছরের পুরনো পনিরটির প্রতি আউন্স ১০ ডলারে বিক্রি করবেন তিনি। এই হিসাবে পুরো পনির টুকরাটির দাম দাঁড়ায় ৩ হাজার ২০০ ডলার (প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা)।
২৮ বছরের পুরনো পনিরটির প্রতি আউন্সের দাম হাঁকানো হচ্ছে ৯৬ ডলার। ৩৪ বছরের পুরনো পনিরটি বিক্রির ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পনির ব্যবসায়ী ৭৩ বছর বয়সী অ্যাডওয়ার্ড জ্যান ব্যবসা গুটিয়ে ফেলার ইচ্ছা থেকেই কিছুদিন আগে বিক্রি করে দেন তার ‘জি’স চিজ শপ’ নামের দোকানটি।
সমস্ত মালামাল কিনে নেন ব্যবসায়ী কেন মেকনাল্টি। মেকনাল্টি তার দোকান ‘উইসকনসিন চিজ মার্ট’-এ মালামাল স্থানান্তরের সময় একটি বড় রেফ্রিজারেটরে তিনটি পনিরের বাক্স পান। এতদিন হয়তো ভুলে রেফ্রিজারেটরে পড়ে ছিল এগুলো। ডেইলি মেইল।