পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত বাজারে বিস্ফোরকবোঝাই এক ট্রাক বিস্ফোরণে অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছে।

আফগান সীমান্তবর্তী ওই বাজারে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

আদিবাসী বাজুর অঞ্চলের সালারজাই শহরে ওই বিস্ফোরণে প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ও দোকান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের প্রশাসক জাহাঙ্গীর আজম এ তথ্য জানান।

তবে এটি আত্মঘাতী হামলা ছিল নাকি দূর নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে আজম জানান।

বাজারের একটি দোকানের মালিক শের মোহাম্মদ জানান, বাজারে পিকআপ ট্রাকটি যখন ঢোকে তখন তিনি তার দোকানে বসে ছিলেন। ঠিক মিনিটখানেক সময় পর তিনি ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনতে পান।

তিনি বলেন, “আমার হাতে, বুকে এবং পায়ে কোনোকিছু আঘাত হানে আর এতে আমি পড়ে যাই। তারপর কিছু মনে নেই। যখন চোখ খুলে তাকাই, দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি।”

শের মোহাম্মদ আরো বলেন, “আমি জানি না, কেন আমরা হামলার শিকার হলাম।”

কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে বাজুরে পাকিস্তানি তালেবানের শক্ত অবস্থান রয়েছে। অবশ্য গোষ্ঠীটির মুখপাত্র আহসানউল্লাহ আহসান এ হামলার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন।

পাকিস্তানি তালেবান প্রায়শই সাধারণ মানুষ হত্যার সঙ্গে সম্পৃক্ত হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে থাকে।