১৩ ফুট উচ্চতা ও ১০০০ কেজি ওজনের কোন আইসক্রিম বানিয়েছে ব্রিটেনের গ্লোস্টাশায়ারের ওয়ালস আইসক্রিম কোম্পানির শ্রমিকরা। পুরাতন রেকর্ডটি ছিলো ৯ ফুট উচ্চতার। 

২০১১ সালের রেকর্ড বইতে সেটি নাম লিখিয়েছিলো। কিন্তু এবার তার চেয়ে বড় আইসক্রিম বানিয়ে নতুন রেকর্ড গড়া হলো। আইসক্রিমটি বরফে জমাতে এক মাস সময় লেগেছে।

আইসক্রিমের ওপরের অংশটি জোড়া লাগানোর জন্য ক্রেনের সাহায্য নেয়া হয়। কোন জাতীয় আইসক্রিমের ওপরে অংশে যা থাকে নিচের অংশেও তা থাকে। কিন্ত এই আইসক্রিমের নিচের অংশে কোনো কিছু দেয়া হয়নি। পুরোটাই ফাঁপা শূন্য। তবে বরফের ওপরের অংশটিতে স্ট্রবেরি সচ, স্প্রিংকলস এর মিশ্রনযুক্ত ফ্লেবার মেশানো আছে। আইসক্রিমটি তৈরি করা শেষে সবার মাঝে বিনামূল্যে বিলিয়ে দেয়া হয়। .সূত্র: ইনটারনেট