জাপানের প্রধানমন্ত্রী বলছেন ফুকুশিমার ভূমিকম্প বিপর্যস্ত এলাকার পরিস্থিতি নিয়ে কিছুই এখন বলা যাচ্ছে না। ইতিমধ্যে ঐ অঞ্চলে এখন আবার প্লুটোনিয়ামের হদিশ মিলেছে। প্রধানমন্ত্রী নাওতো কান মঙ্গলবার সংসদে ঐ পারমানবিক স্থাপনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছিলেন।

কর্মকর্তারা বলছেন ঐ স্থাপনার আশপাশে মাটিতে বিপজ্জনক প্লুটোনিয়ামের হদিশ পাওয়া গিয়েছে পাঁচ জায়গায়। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে এটা স্বাভাবিক পটভূমির মাত্রা অতিক্রম করছে না তবে কিনা  দেখেশুনে মনে হচ্ছে এ প্লুটোনিয়ামের কিছুটা হলেও এসেছে ঐ পারমানবিক স্থাপনা থেকেই। জাপানের পারমানবিক ও শিল্প নিরাপত্তা সংস্থার হিদেহিকো নিশিয়ামা জানান ঐ স্থাপনার চারধারে মাটি ভরাট করা হচ্ছে, কংক্রিটের টালি বিছিয়ে প্রতিবন্ধক খাড়া করা হচ্ছে।

জাপানী কর্মকর্তারা বলছেন তিন নম্বর চুল্লি গলে গিয়ে থাকতে পারে যে, প্লুটোনিয়ামের অস্তিত্বই তা প্রমান করে।