ইরাকের আনবার প্রদেশে বন্দুকধারীদের হামলায় ২২ শিয়া তীর্থযাত্রী নিহত হয়েছে। সোমবার এই ঘটনা ঘটেছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাকে অভিযান শুরুর পর থেকে দেশটিতে বোমা হামলা ও হত্যা একটি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। শিয়া বাসে করে ইরাকের কারবালা থেকে সিরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বন্দুকধারীদের একটি তল্লাশি চৌকিতে বাসটিকে থামানো হয়। আনবার পুলিশের প্রধান মেজর জেনারেল হাদি রাজিজ বলেন, “একটি বড় বাস ও একটি মিনিবাসে করে ৩০ জন শিয়া তীর্থযাত্রী ছিলেন। তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ৮ জন নারী। অস্ত্রধারীরা নারীদের বাস থেকে নামিয়ে দিয়ে শুধু পুরুষদের নিয়ে অন্যত্র চলে যায় এবং সবাইকে গুলি চালিয়ে হত্যা করে।” রাজিজ বলেন, হত্যাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এরা আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি বলে ধারণা করছেন তিনি। আনবার পুলিশের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদের ২২৫ মাইল পশ্চিমে রুতবা শহরের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে।