যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বর্মায় এক ঐতিহাসিক সফর শুরু করেছেন। তিনি হচ্ছেন গত ৫০ বছরে বর্মা সফর কারী যুক্তরাষ্ট্রের প্রথম শীর্ষ কুটনীতিক।
বর্মার প্রেসিডেন্ট থেইন সেইন এবং গণতন্ত্রকামী নেত্রী আওন সান সুচির সঙ্গে আলোচনার জন্যে তিন দিনের এক সফরে তিনি বর্মার স্বল্প পরিচিত রাজধানী নেপিতাও এ আজ বুধবার গিয়ে পৌছেছেন ।
দক্ষিণ কোরিয়া থেকে বর্মার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময়ে তিনি সংবাদদাতাদের বলেন যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সাধনের লক্ষে বর্মা সরকারের সদিচ্ছা তিনি বোঝার চেষ্টা করবেন।
তিনি বলেন স্বভাবতই আমরা এবং আরও বহু দেশ এ ব্যাপারে বেশ আশাবাদী অগ্রগতির যে , যেমনটি বালিতে প্রেসিডেন্ট ওবামা বলেছেন যে অগ্রগতির যে সামান্য আলোকরেখা দেখা যাচ্ছে সেটিকেই পরিবর্তনের আন্দোলন হিসেবে প্রজ্বলিত করা হবে যপা কীনা ঐ দেশের জনগণের উপকার করবে।
মি ওবামা বলেছেন যে বর্মায় রাজনৈতিক সংস্কার , মানবাধিকার এবং জাতীয় সমঝোতার ক্ষেত্রে অগ্রগতি অর্জনে যুক্তরাষ্ট্র কি ভাবে সাহায্য করতে পারে , সে ব্যাপারে ক্লিন্টন খতিয়ে দেখবেন।