বর্মার কর্মকর্তারা বলছেন – বর্মার বিরোধী দলিয় নেত্রি অন সান সূ চী আসছে মাসে জেনিভায় এক শ্রম সম্মেলনে ভাষন দেবেন ।
আন্তর্জাতীক শ্রম সংগঠনের মহাসচীব হূয়ান সৌমাভীয়া মঙ্গলবারে বলেছেন – অন সান সূ চী আন্তর্জাতিক শ্রম সংগঠন ILO-র সমাবেশে ভাষন দেবেন জুনের ১৪ তারিখে । তিনি নরওয়েতেও যাবেন – নোবেল শান্তি পুরস্কারের পদক-গ্রহন ভাষন প্রদান করতে । এ পুরস্কার তিনি পান প্রায় ২১ বছর আগে । তিনি বৃটেনের পার্লামেন্টে উভয় সভার অধিবেশনে ভাষন দানেরও পরিকল্পনা করছেন । এই বৃটেনেই তিনি বাস করেছেন বহূ বছর যাবত , তাঁর বর্তমানে প্রয়াত স্বামীর সঙ্গে ।