নেপালের এক কৃষক গুপ্ত বাহাদুর (৫৫) নিজের সন্তানকে বানর ভেবে গুলি করে হত্যা করেছেন। তিনি ভেবেছিলেন, বানর তার ক্ষেতের শস্য চুরি করে নিয়ে যাচ্ছে। আর তাই ১২ বছর বয়সী সন্তান চিত্র বাহাদুর পুলামিকে বানর মনে করেই গুলি চালান। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। অথচ পুলামি বানর তাড়া করতেই একটি গাছে উঠেছিল। কারণ, বানরের উপদ্রব ক্রমেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস! পিতা দূর থেকে তার পুত্রকে চিনতে পারেননি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুপ্ত বাহাদুর ও তার ব্যবহৃত বন্দুকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। জবানবন্দিতে তিনি বলেছেন, গুলি করার পর যখন আমার পুত্র গাছের ওপর থেকে পড়ে নিচের একটি ডালে আটকে যায়, তখন আমি আমার ভুল বুঝতে পারি। সাধারণভাবে নেপালের বেশ কিছু এলাকায় শস্যক্ষেতে বানরের উপদ্রব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তবে কোন ক্ষতি না করেই কৃষকরা বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন।