পশ্চিম বার্মার রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতায় অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন মুসলমান এবং একজন বৌদ্ধ বলে জানা যাচ্ছে।

রাখাইন প্রদেশের মিন বিয়া এবং মিয়াউক-উ শহরের তিনটি এলাকায় গত রাত থেকে চলা সহিংসতায় মুসলমানদের প্রায় ৪০০টি ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, একটি তুচ্ছ ঘটনা থেকে সর্বশেষ এই সহিংতার সূত্রপাত। এই হামলার জন্য স্থানীয় মুসলমান এবং রাখাইনরা পরষ্পরকে দায়ী করেছে।

ঐ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।