ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) ‘বেআইনি’ কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন পেশ করা হয়েছে। কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ এই আবেদন করেছে। পশ্চিমবঙ্গের একটি পত্রিকা গত বৃহস্পতিবার এ খবর জানায়।
সুপ্রিম কোর্টের বিচারপতি বি এস চৌহান ও স্বতন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চ আবেদনটি গ্রহণ করে আগামী সোমবার শুনানির দিন ধার্য করেছেন।
‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ তাদের আবেদনে বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভারতীয়দের ওপর বেআইনিভাবে অত্যাচার, নির্যাতন এবং হত্যার অভিযোগ এনেছে।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছে সংস্থাটি। তারা দাবি করেছে, বিএসএফের বিরুদ্ধে স্থানীয় থানায় কোনো অভিযোগ নেওয়া হয় না। তাই বাধ্য হয়েই তারা আদালতের দ্বারস্থ হয়েছে।