উত্তর কোরিয়ার মহাকাশ কর্মকর্তারা গত কাল এক ব্যতিক্রমি পদক্ষেপে বিদেশি সাংবাদিকদের একটি রকেট দেখার অনুমতি দেয় , যা কীনা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আপত্তি সত্বেও এ সপ্তায় উৎক্ষেপনের জন্যে প্রস্তুত করা হচ্ছে।
এর আগে ভয়েস অফ আমেরিকায় প্রাপ্ত দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগের ছবিতে দেখা যায় যে উত্তর কোরিয়ায় তৃতীয় বারের মতো পারমানবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
সংবাদদাতারা বলেন, উনহা –থ্রি নামের এই রকেটের তিনটি পর্যায় , পশ্চিম উপকুলের উত্তর ফিউনগান প্রদেশের উৎক্ষেপণ স্থলে প্রস্তুত রয়েছে। সংবাদদাতাদের একটি কমান্ড সেন্টার ও দেখানো হয় যেখানে সাদা কোর্ট পরা প্রযুক্তিবিদরা কম্পিউটার নিয়ে কাজে ব্যস্ত আছেন।
পিয়ংইয়ং এখন ও বলছে যে এই রকেটটি কেবল মাত্র আবহাওয়া বিষয়ক উপগ্রহ বহন করবে তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে যে এটি মূলত ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রেরই পরীক্ষা।
ঐ উৎক্ষেপণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার জাং মিয়ং জিন সংবাদদাতাদের বলেন যে মহাকাশ চুক্তি অনুযায়ী প্রত্যেকটি দেশের অধিকার আছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে , মহাকাশ প্রযুক্তির উন্নয়ন সাধন করার।
তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে আনা জাতি সংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ প্রযুক্তির কথা বলা হয়নি । তবে তিনি বলেন যে এই চুক্তির চাইতেও
গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে মহাকাশ চুক্তি। আর তাতে পরিস্কার ভাবে বলা হয়েছে যে শান্তিপূর্ণ লক্ষে মহাকাশ অাবিস্কার এবং এর প্রযুক্তি ব্যবহারের অধিকার সবার আছে।