আল কায়দা বলেছে তারা সন্ত্রাসী নেটওয়ার্ক এর প্রধান হিসেবে মিশরে জন্মগ্রহণকারী আইম্যান জাওয়াহিরি কে বেছে নিয়েছে। ওসামা বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি।

আল কায়দা, ইসলামপন্থী ওয়েবসাইটে ওই ঘোষণা প্রকাশ করে। গ্রুপটি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ অব্যাহত  রাখার অঙ্গীকার ব্যাক্ত করে। তারা ওই দুই রাষ্ট্রকে “স্বপক্ষ ত্যাগী আক্রমনকারী” বলে আখ্যায়িত করে। আল কায়দা বলেছে “যতক্ষন না সকল হামলাকারী বাহিনী ইসলামের ভূমি ছেড়ে চলে যাবে তারা তাদের লড়াই অব্যাহত থাকবে”।

আয়মান আল জাওয়াহিরির পরিচিতি

জাওয়াহিরির জন্ম কায়রোর এক ধনী পরিবারে তার পরিবারের অনেকেই ডাক্তার, এবং উচ্চ শিক্ষিত, কিশোর বয়সেই উগ্রবাদের সঙ্গে জড়িয়ে পড়ে। ডাক্তারী পড়ার সময়েই মিশরে চরমপন্থী ইসলামী জিহাদ গ্রুপ গঠনে সাহায্য করে । ১৯৮০ সালে চিকিত্সা সহায়তা কাজে, রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে প্রথম পাকিস্তানে যান, পেশাওয়ারে গিয়ে, সোভিয়েতদের সঙ্গে যুদ্ধাহত আফগানদের চিকিত্সা করেন। তারপর বিন লাদেনের চিকিত্সক হিসেবে কাজ করেন । এবং ১৯৯৮ সালে প্রথম বিন লাদেনের সঙ্গে তার কাজে যোগ দেন । ওই বছরই কেনিয়া এবং তানজানিয়ায় যুক্তরাষ্ট্র দুতাবাসে বোমা হামলায় সহায়তা করে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ ।