১১ই মার্চ ৯ মাত্রার ভুমিকম্প ও সুনামির পর ধংশ হয়ে যাওয়া এলাকাগুলো পুনর্নির্মানে সাহায্য করার জন্য, টোকিয়র পরিচালনায়, জাপান ও যুক্তরাষ্ট্র একটা সরকারি ও বেসরকারি শরিকানা গঠন করতে একমত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টানের টোকিয় সফরের সময় ওই ঘোষণা করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টান এখন জাপানে আছেন, মারাত্নক ভুমিকম্প ও সুনামি এবং অব্যাহত পারমানবিক প্রকল্প সঙ্কটের পর, সে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একতা প্রকাশের লক্ষ্যে।
তার সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকিয়াকি মাটসুমোটোর সঙ্গে সাক্ষাত্ করেন।