বিশ্বের ৭২ ভাগ মুসলমানই দারিদ্র্যসীমার নিচে জীবন-যাপন করছেন। লন্ডনে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ইসলামী রিলিফ’ আয়োজিত সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, দাতব্য সংস্থাগুলোর নিয়ম-কানুন ইসলামী বিধান মোতাবেক না হওয়ায় মুসলমানরা কোনো রকম সহায়তা বা ক্ষুদ্রঋণ পাচ্ছেন না।
লন্ডনের বাণিজ্যিক কমপ্লেক্সের এরিয়া কেনারি ওয়ার্ফে আয়োজিত এই সম্মেলনে আফ্রিকা, এশিয়া, পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‘ইসলামিক রিলিফ’ ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা। এই সংস্থা ইসলামী বিধি মোতাবেক তাদের সাহায্য কার্যক্রম বিশ্বব্যাপী পরিচালনা করে আসছে।
সম্মেলনে বলা হয়, বেশিরভাগ মুসলিম ক্ষুদ্রঋণ গ্রহণ করেন না। কেননা তা সুদের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে বিশ্বে মুসলিমদের দারিদ্র্য বিমোচনে বিকল্প ব্যবস্থা গ্রহণ যুগের দাবি। এ ব্যাপারে ইসলামী রিলিফ তাদের প্রজেক্ট নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।
এরই মধ্যে সফলভাবে বিভিন্ন দেশে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পাকিস্তান, বসনিয়া, কসোভো, সুদান, মালয় ও কেনিয়া। ওইসব দেশে ইসলামী শরিয়ত মোতাবেক হাজার হাজার মানুষ ক্ষুদ্রঋণ নিয়ে উপকৃত হয়েছেন। ওয়েবসাইট।