নরওয়ের পোলার ইনস্টিটিউটের (এনপিআই) উত্তর মেরুবিষয়ক গবেষক ও এর আন্তর্জাতিক পরিচালক কিম হোলম্যান বলেন,  বিস্ময়কর গতিতে গলছে উত্তর মেরুর বরফ।  গত শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গবেষকদের মতে, উত্তর মেরুর বরফ অনুমিত গতির চেয়ে দ্রুত গলছে। চলতি বছরের গ্রীষ্মে রেকর্ড পরিমাণ বরফ গলেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। উত্তর মেরুর জমে থাকা বরফের গলে যাওয়ার গতি বেড়ে যাওয়ায় সাগরের বড় বড় বরফখণ্ডের আকার ক্রমেই সরু হয়ে আসছে। এতে বরফ সাগরে পানির পরিমাণও ভয়াবহ রকম বাড়ছে বলে জানান তাঁরা।

গত মাসে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে রেকর্ড করা তথ্য থেকে জানা গেছে, তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এ বছর উত্তর মেরুর সাগরে সবচেয়ে কম পরিমাণ বরফ লক্ষ করা গেছে, যা ইউরোপের আবহাওয়ায় ব্যাপক প্রভাব ফেলবে। এক সপ্তাহ একই হারে বরফ গলবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এ সময় ওই মেরুর তাপমাত্রা হিমাঙ্কের ওপরে থাকবে বলে জানান তাঁরা।

এ ব্যাপারে হোলমেন বলেন, ‘এটি বড় ধরনের পরিবর্তন। ২০ বছর, এমনকি ১০ বছর আগেও এটা ছিল অচিন্তনীয়।’