ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের সঞ্চয়ী ব্যাংক হিসাবটি এখনও চালু রয়েছে। তার মৃত্যুর পর প্রায় ৫০ বছর ধরে এই ব্যাংক অ্যাকাউন্টটি সচল। বিহার রাজ্যের রাজধানী পাটনার একটি বেসরকারি ব্যাংকে তিনি হিসাবটি খোলেন। রাজেন্দ্র প্রসাদের সঞ্চয়ী হিসাবটি খোলা হয়েছিল পাটনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিবিশন রোড শাখায়। তিনি হিসাবটি খোলেন ১৯৬২ সালের ২৪ অক্টোবর। আর এর কয়েক মাস পরই তিনি মারা যান। তবে এই সম্মানিত ব্যক্তি মারা যাওয়ার পরও ব্যাংক কর্তৃপক্ষ হিসাবটি বন্ধ করেনি। এ ব্যাপারে ব্যাংকের প্রধান ব্যবস্থাপক এসএল গুপ্ত জানান, ‘এটি আমাদের জন্য বিরাট গৌরবের বিষয় যে, তিনি আমাদের এখানে সঞ্চয়ী হিসাব খুলেছেন।’ রাজেন্দ্র প্রসাদকে তারা ব্যাংকটির একজন প্রাইম কাস্টমার হিসেবে মর্যাদা দেয়। ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি তার ছবির নিচে সঞ্চয়ী হিসাব নম্বর-০৩৮০০০০১০০০৩০৬৮৭ লিখে তা সাধারণের প্রদর্শনের ব্যবস্থা করেছে।
গুপ্ত আরও জানান, এই ব্যাংক হিসাবে এখন প্রায় ১ হাজার ৮১৩ রুপি জমা রয়েছে। কিন্তু কেউ এখন পর্যন্ত টাকা তুলতে আসেননি বা দাবিও করেননি। ছয় মাস অন্তর এই হিসাবে ব্যাংকের নিয়ম অনুযায়ী লাভ যোগ হচ্ছে বলে জানান তিনি। রাজেন্দ্র প্রসাদ ১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।