জাতীয় গ্রিড ভেঙ্গে পড়ায় উত্তরপূর্ব ভারতের বিশাল একটি অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ফলে ট্রেন চলাচল ও প্রয়োজনীয় সেবা অচল হয়ে পড়েছে।
খবরে বলা হয় সোমবার উত্তরাঞ্চলীয় গ্রিড অচল হয়ে পড়লে রাজধানী নয়া দিল্লিসহ সাতটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
কর্মকর্তারা জানায় উত্তর ও পূর্ব ভারতে দশটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
কোলকাতায় রেলওয়ের এক মুখপাত্র বলেছেন বিদ্যুৎ এর অভাবে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ফলে ১৫০টি থেকে ২০০টি ট্রেন ক্ষতিগ্রস্থ হয়েছে।
পূর্বাঞ্চলীয় গ্রিডের সরকারী ওয়েবসাইটে বলা হয়েছে সোমবারের এই গ্রিড ঘটনায় উত্তরাঞ্চলীয়, পূর্বাঞ্চলীয় ও উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সমূহ অন্ধকারে রয়েছে। এটি জরুরী ভিত্তিতে মেরামত করা হচ্ছে এবং মঙ্গলবার বিকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সূত্র-মিড ডে