ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বুধবার সকালে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন।
সংসদের সেন্ট্রাল হলে শপথ গ্রহণ অনুষ্টান অনুষ্টিত হয়। ভারতের প্রধান বিচারপতি এসএইচ কাপাডিয়া শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্টানে ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, লোকসভা স্পীকার, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, মন্ত্রী সভার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজ্যের গভর্ণর ও মূখ্যমন্ত্রী বৃন্দ উপস্থিত থাকেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরই তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন। বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাকে স্বাগত জানান। এরপর প্রণব মুখার্জি প্রতিভা পাতিলকে তুগলক লেনে তার অস্তায়ী আবাসস্থলে পৌঁছে দেন। পুনেতে অবসর-উত্তর বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকেন।
এর আগে বুধবার সকালে প্রণব মুখার্জি ১৩ তালকাটোরা সড়কস্থ বাসভবন ত্যাগ করেন। রাষ্ট্রপতি ভবন থেকে একটি মার্সিডিস বেঞ্জ এস৬০০ লিমোজিন গাড়ি নতুন রাষ্ট্রপতিকে বহন করার জন্য প্রেরণ করা হয়।
প্রণব মুখার্জি গত রোববার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন।