আজ বুধবার সকাল থেকে ভারতের ২০টি রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। সকালে প্রথমে রাজধানী দিল্লিতে বিদ্যুৎ দেয়া হয়। পরে বাদবাকি ১৯টি রাজ্যেও একর পর এক বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।
প্রধান তিনটি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় গত সোমবার ভোরে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে ভারতের উত্তরাঞ্চলের ৮টি রাজ্য। পরে ৬০% এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসলেও মঙ্গলবার দুপুরের দিকে তা আবারো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সেই সঙ্গে বিদ্যুতহীন হয়ে পড়ে পূর্বাঞ্চলের রাজ্যগুলোও। বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়ে ভারতের ২০ রাজ্যের ৬০ কোটি মানুষের জীবনযাপন। তবে কী কারণে প্রধান তিনটি গ্রিডে এ বিপর্যয় তা এখনও পর্যবেক্ষণ করেনি সরকার।