ভারত গতকাল একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পৃথ্বী-২ নামের ক্ষেপণাস্ত্রটি ওড়িশার সমুদ্র উপকূলে উেক্ষপণ করা হয়। ভূমি থেকে ভূমিতে উেক্ষপণযোগ্য পরমাণু অস্ত্র বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে সংযোজন করা হয়েছে।

সেনা সূত্র জানিয়েছে, ‘স্থানীয় সময় সকাল ১১টায় এটি একটি ভ্রাম্যমাণ উেক্ষপক থেকে উেক্ষপণ করা হয়। সেনাবাহিনীর নিয়মিত অনুশীলনের অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে।’ সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, পুরো পরীক্ষাটিরই উদ্দেশ্য ছিল সেনাসদস্যদের এ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা ক্ষেপণাস্ত্র উেক্ষপণে আরও দক্ষ হয়ে ওঠে।

উল্লেখ্য, ভূমি থেকে ভূমিতে উেক্ষপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে দেশটির ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামের একটি প্রকল্পের আওতায়।