ভিয়েতনামে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে গত কয়েক দিনে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়। ৭ সেপ্টেম্বর শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের একটি পার্বত্য প্রদেশে ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা যায়।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর আরও বন্যা হবে বলে পূর্বাভাস দিয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব এলাকা কফি চাষের জন্য প্রসিদ্ধ। ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ।