রেস্তোরাঁটায় দু’জন খেতে গেলে খরচ করতে হবে ১৪ হাজার পাউন্ড। খাবারের দাম শুনে অনেকেরই খাওয়া উবে যেতে পারে। তবে রেস্তোরাঁটার অবস্থান শুনলে কারও কারও আবার মুখের রুচি ফিরে আসবে। থাইল্যান্ডের কোহ কুড দ্বীপের গাছের ওপর পাখির বাসার মতো করে তৈরি করা হয়েছে এই সোনেভা কির্ল রিসোর্ট। মাটি থেকে ১৬ ফুট উঁচুতে রয়েছে রেস্তোরাঁটা। পরিবেশকরাও খাবারদাবার নিয়ে আসবে উড়ে।
তবে পাখায় ভর করে নয়। টানা দড়ির সঙ্গে নিজেদের শক্ত করে বেঁধে গরম খাবার নিয়ে উড়ে আসবে তারা। তবে এই পাখির বাসায় দু’জনের বেশি বসা সম্ভব নয়। হোটেল কর্তৃপক্ষের মত, মূলত জোড়াবাঁধা কপোত-কপোতীদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। চারপাশে গাছপালার আধো আলো আধো অন্ধকারে মোমের নরম আলোয় খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের ওপরে তোলা ও নামানোর জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।
সম্পদশালীরা চাইলেই যুগলবন্দি হয়ে এসে কিনে নিতে পারেন এই আনন্দটুকু। তবে সমস্যা হল, থাইল্যান্ডের বেশিরভাগ মানুষকে এর অর্ধেক অর্থে পুরো মাস চলতে হয়। তাই এমন সুন্দর জায়গা তাদের আনন্দে কোনো ঢেউ তুলবে না-এটাই তো স্বাভাবিক। ডেইলি মেইল।