সিরিয়ায় অবস্থানরত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা দেবার জন্য সেদেশের সরকারকে সব ধরনের পদক্ষেপ নেবার আহবান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন।দামেস্কে আমেরিকার রাষ্ট্রদূতের উপর সিরিয়ার সরকারপন্থীদের হামলার পর নিন্দা জানিয়ে মিসেস ক্লিনটন এ কথা বলেন।

দামেস্কে আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড যখন একজন বিরোধী নেতার অফিসে যাচ্ছিলেন তখন তার গাড়ি বহরে পাথর টমেটো এবং ডিম ছুঁড়ে মারা হয়।এসময় আমেরিকা বিরোধী শ্লোগান দেয়া হয় এবং রাষ্ট্রদূত সে অফিসে কয়েকঘন্টার জন্য আটকা পড়েন।অভিযোগ উঠেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থীরাই দামেস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বরার্ট ফোর্ডের গাড়ি বহরে পাথর ও ডিম ছুঁড়ে মারে।মার্কিন রাষ্ট্রদূত তখন সিরিয়ার একজন সরকার বিরোধী নেতার অফিসে যাচ্ছিলেন।সিরিয়ার সুপরিচিত রাজনীতিবিদ হাসান আব্দুল আজিম বলেন মার্কিন রাষ্ট্রদূত যখন তার অফিসে পৌঁছান তখন প্রায় ১০০’র মতো বিক্ষোভকারী জোর করে অফিসে ঢোকার চেষ্টা চালায় এবং রাষ্ট্রদূতকে ঘিরে রাখে।

দামেস্কে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলছেন এ মানুষগুলোর আচরন ছিল সহিংস এবং তারা মার্কিন দূতাবাসের গাড়ি ভাঙচুর করেছে।এ ঘটনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বলেছেন সিরিয়ার সরকারকে অবশ্যই মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।মিসেস ক্লিনটন বলেন এ ধরনের হামলা তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকা।রাষ্ট্রদূত ফোর্ড এবং তার সহযোগীরা তারদের কূটনীতিক দায়িত্ব পালন করছিলেন।সহিংসতার মাধ্যমে মার্কিন কূটনীতিকদের ভয় দেখানো মেনে নেয়া যায়না বলে মিসেস ক্লিনটন উল্লেখ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আস্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী তাদের কূটনীতিকদের নিরাপত্তা দেবার জন্য আমেরিকা সব ধরনের পদক্ষেপ নেবার দাবী জানাচ্ছে ।গত জুন মাসে ফ্রান্সের রাষ্ট্রদূতকে নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত যখন হামা শহর দখতে যান তখনই সিরিয়ার সরকার তার উপর ক্ষুদ্ধ হয়েছিল ।মিসেস ক্লিনটন সিরিয়ায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের সাহসিকতার প্রশংসা করেন। রাষ্ট্রদূত ফোর্ড সিরিয়ার জনগনের বৈধ আকাঙ্খার স্বপক্ষে কাজ করছেন বলে মার্কিন পারাষ্ট্রমন্ত্রী বলেন।