পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলার বিরুদ্ধে পাকিস্তান সরকার নতুন করে প্রতিবাদ জানিয়েছে। রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসে এ প্রতিবাদলিপি পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধ ও বৃহস্পতিবার পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় দু’দফা ড্রোন হামলার পর পাকিস্তান সরকার এ প্রতিবাদ জানায়। দু’দিনের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে আরো অনেকে।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে- ড্রোন হামলা হচ্ছে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিও দিয়েছে। প্রতিবাদলিপিতে আরো বলা হয়েছে- দেশের অভ্যন্তরে ড্রোন হামলা শুধু অগ্রহণযোগ্যই নয়; পাকিস্তানের সার্বভৌমত্ব লংঘনেরও শামিল।
মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা পরিচালনা করে আসছে। এ নিয়ে পাকিস্তান বহুবার প্রতিবাদ করেছে। কিন্তু তাতে কিছুই হয়নি। ফলে এ নিয়ে পাকিস্তান ও আমেরিকার মধ্যে সম্পর্কের মারাত্মক টানাপড়েন সৃষ্টি হয়েছে।