মিয়ানমারে নিষেধাজ্ঞা শিথিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন কোম্পানিগুলো এখন মিয়ানমারে ঠিকমত ব্যবসা করতে পারবে। তেল ও গ্যাসসহ মিয়ানমারের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য ফার্মগুলোকে বুধবার সবুজ সংকেত দিয়েছে ওয়াশিংটন।
৫০ বছরের সামরিক শাসনাবসানের পর মিয়ানমার সরকারের রাজবন্দি মুক্তির পদক্ষেপসহ নানা সংস্কারকাজের পুরস্কারস্বরূপ যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নিয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
মিয়ানমারে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞার পাশাপাশি বিনিয়োগ এবং অর্থনৈতিক খাতে নিষেধাজ্ঞা ছিল। বুধবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়ে ওবামা বলেন, এ পদক্ষেপ মিয়ানমারের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থনেরই বহিঃপ্রকাশ।
তবে তারপরও মিয়ানমারে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওবামা বলেন, শসস্ত্র বিভিন্ন গ্র“প এবং প্রতিরক্ষামন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হবে।