মিশরের সব রাজবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি। এসব রাজবন্দীকে গত বছর মিশর বিপ্লবের সময় সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের সরকার আটক করেছিল।
বন্দীদের মুক্তির বিষয়ে প্রেসিডেন্ট দপ্তরের ফেইসবুক পেইজে বলা হয়েছে- ২০১১ সালের ২৫ জানুয়ারি থেকে চলতি ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত যেসব ব্যক্তি মিশর বিপ্লবের প্রতি সমর্থন কিংবা সক্রিয়ভাবে ভূমিকা রাখতে গিয়ে আটক হয়েছেন তাদের সবাইকে মুক্তি দেয়া হবে। তবে খুনের মতো বড় ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা এ ক্ষমার আওতায় পড়বেন না।