মিশরে পুলিশ ও পাথর নিক্ষেপকারী প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ আজ (শনিবার) ২য়দিনের মত অব্যাহত থাকে এতে অন্তত ৯জন মারা গেছে এবং ৩শোরও বেশী আহত হয়েছে ।
মিশরের সৈন্যরা কায়রোয় পার্লামেন্ট ভবনের কাছে একটি বাড়ীর ছাদ থেকে প্রতিবাদকারীদের ওপর পাথর নিক্ষেপ করে, এবং জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পাইপ থেকে পানি ছড়িয়ে দেয় । প্রতিবাদকারীরা সামরিক শাসনের অবসানের দাবী জানাচ্ছে এবং তারা নিজেদের রক্ষার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরী করেছে ।
মিশরের প্রধানমন্ত্রী কামাল এল গানযুরি টেলিভিশনে এক ভাষণে বলেন, নিরাপত্তা বাহিনী দালানকোঠা রক্ষার চেষ্টা করছে।
মিশরীয়রা চলতি সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের ২য় দফার ভোটের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং তারই মাঝে এই হানাহনি চলছে ।