সেনেট ইতোমধ্যে ওই আইন প্রস্তাবের দ্বিদলীয় সংস্করণ অনুমোদন করেছে। ওই বিলে রাস্তাঘাট ও সেতু মেরামত, এবং নির্মান কাজের জন্য সহায়তাদানের কথা আছে।
তার সাপ্তাহিক ভাষণে মি ওবামা তার জালানি শক্তির নীতির সমর্থনে যুক্তি দেন। তিনি বলেন দেশের অভ্যন্তরে তেল উত্পাদন গত ৮ বছরে এখন সর্বচ্চো মাত্রায়।
তবুও তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছেন বায়ু ও সৌর শক্তির মতো আরও দুষণমুক্ত জ্বালানি শিল্পে উত্পাদন সমর্থন করার জন্য।
রিপাবলিকানদের তরফে ভাষণ দেন সেনেটার মিচ ম্যাককনেল। তিনি আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্য পরিচর্যা সংস্কার বিলের দ্বিতীয় বার্ষিকীতে, ওই আইনের সমালোচনা করেন।
তিনি বলেন তার দল আগের চাইতেও বেশি প্রতিশ্রুতিবদ্ধ তার কথায় “ওবামা কেয়ার” বাতিল করে দেওয়ার ব্যাপারে। তিনি দাবী করেন ওই আইন অসাংবিধানিক এবং ব্যয় বহুল।