লিবিয়ার লৌহমানব বলে পরিচিত মুয়াম্মার গাদ্দাফি মারা গেছেন। আজ তাকে আহত অবস্থায় ধরার কথা বলা হলেও তিনি মারা গেছেন বলে বিভিন্ন মিডিয়া থেকে জানানো হয়।

এর আগে বলা হয়, তাকে তার জন্মশহর সির্তে থেকে আটক করা হয়েছে। তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন তিনি। তার ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। তাকে আটক করার পর নিয়ে যাওয়া হয় মিসরাতায়।

জন্মশহর সির্তের কাছে গাদ্দাফি কিভাবে মারা গেলেন সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা না গেলেও এনটিসি’র কয়েকজন কর্মকর্তা তার মৃত্যু ঘোষণার পর প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল খবরটি নিশ্চিত করলেন।এনটিসি’র তথ্যমন্ত্রী মাহমুদ শাম্মাম রয়টার্সকে বলেন, “যোদ্ধাদের হামলায় গাদ্দাফি মারা যান। এর ফুটেজও আছে।” গাদ্দাফির মতো দেখতে একজনের রক্তমাখা মুখমন্ডলের ছবিও প্রকাশ করা হয়েছে ইতোমধ্যেই।