হেগ শহরে বসনিয় সার্ব যুদ্ধকালীন জেনারেল রাতকো ম্লাদিচের যুদ্ধ অপরাধ বিচারের দ্বিতীয় দিনে বিচারক মামলা স্থগিত করে দেন।
বৃহস্পতিবার বিচারক আলফন্স ওরি এই কারণ দেখিয়েছেন যে অভিশংসকদের তথ্য প্রকাশে উল্লেখযোগ্য রকম ত্রুটি ছিল। ম্লাদিচের আইনজীবীদের কাছে অভিশংসকদের সব তথ্য প্রমান প্রকাশের কথা।
বিচারক বলেছেন আদালত ওই সব ত্রুটির ব্যাপকতা ও প্রভাব খতিয়ে দেখছে। বিচারক আশা করছেন শীঘ্রই মামলা শুরুর নতুন তারিখ নি্ধারণ করা হবে।
আন্তর্জাতিক অভিশংসকরা ম্লাদিচের বিরুদ্ধে হত্যাযজ্ঞ সহ ১১ টি অভিযোগ দায়ের করেছেন।