রোববার লিবিয়ার পার্লামেন্ট জেনারেল ন্যাশনাল কংগ্রেসের (জিএনসি) ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়ে পদ হারিয়েছেন লিবিয়ার নির্বাচিত প্রধানমন্ত্রী মুস্তফা আবু শাগুর।  

এর আগে মাত্র ১০ জন মন্ত্রীর সমন্বয়ে একটি জরুরী সরকার গঠনের ডাক দিয়েছিলেন শাগুর।কিন্তু জিএনসির ১২৫ জন সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৪৪ জন সদস্য আর সতের জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে।

গত বছর লিবিয়ার ক্ষমতা থেকে মুয়াম্মাম গাদ্দাফিকে হটানোর পর শাগুর লিবিয়ার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন।