লিবিয়ার বিদ্রোহীরা ও বিরোধ কবলিত নেতা মুয়াম্মর গাদ্দাফির অনুগত সেনারা দেশের পুর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ তেল সমৃদ্ধ শহরে প্রচন্ড লড়াই হচ্ছে।

ব্রেগা থকে প্রাপ্ত রিপোর্টে জানা গেছে এখনও সংঘর্ষ চলছে এবং কোন পক্ষই সম্পুর্ণ ভাবে পিছপা হচ্ছেনা।

ইতিমধ্যে নেটো বলেছে যে লিবিয়ার পুর্বাঞ্চলে কোয়ালিশন বাহিনী শুক্রবার ব্রেগায় বিদ্রোহী যোদ্ধাদের একটি যানবহরে বিমান আক্রমন চালিয়েছে বলে যে অভিযোগ তারা তা তদন্ত করে দেখছে।

প্রত্যক্ষদর্শিরা বলছেন যে শুক্রবার ঐ যোদ্দাদের মধ্যে কোন একজন আকাশে বিমান বিধ্বংসী কামান দিয়ে গুলি চালায় তবে এটা ঠিক পরিস্কার নয় যে উল্লাস প্রকাশকারী বিদ্রোহী যোদ্ধারা ঐ গুলি চালায় , নাকি  লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত কোন সৈন্য ঐ দলে অনুপ্রবেশ করে এই ঘটনাটি ঘটিয়েছে কিনা।