পাকিস্তানের সামরিক প্রধান, সামরিক অভ্যুথ্থানের সম্ভাবনা যে বাতিল করে দিয়েছেন, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে স্বাগত জানাচ্ছেন।
জেনারেল আশফাক পারভেজ কায়ানি শুক্রবার বলেছেন অসামরিক সরকারের নিয়ন্ত্রন নেবে সামরিক বাহিনী, সেই সম্ভাবনা বিষয়ে যে জল্পনা কল্পনা চলছিলো তা ভুল ধারণা সৃষ্টি করছিলো। তিনি বলেন ওই সব রিপোর্ট, প্রকৃত ইস্যু থেকে দৃষ্টি অন্যত্র নিচ্ছে। কায়ানি বলেন সেনা বাহিনী দেশে গনতান্ত্রিক পদ্ধতির প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।
শনিবার প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন জেনারেল কায়ানির মন্তব্যকে দেশের গনতান্ত্রিক মহলে খুবই ভাল ভাবে নেওয়া হয়।