সিরিয়ার সক্রিয় কর্মীরা বলছে, সিরিয়া থেকে জাতিসংঘের পর্যবেক্ষক মিশনের কার্যক্রম শেষ করার ঘোষণা দেওয়ার একদিন পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী শুক্রবার  রাজধানীর কিছু অংশ এবং আলেপ্পো শহররে গোলা বষর্ণ শুরু করেছে। 

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরী ফর হিউম্যান রাইটস দল  জানিয়েছে যে শুক্রবার দামাস্কের কাছে প্রধান সামরিক বিমান বন্দরের কাছাকাছি একটি জায়গা সরকার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়।   

ব্রিটেন ভিত্তিক অবজার্ভেটরী দলের পরিচালক রামি আব্দ-আল রহমান  ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে যে দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতায়  অন্তত ১৮০ নিহত হয়েছে।