জাতিসংঘ বলছে যে সিরিয়ায় দ্রুত মোতায়েনের জন্যে তাদের আরো শান্তি পর্যবেক্ষক দ্রুত প্রয়োজন।তারা এ পর্যন্ত প্রায় ডজন খানেক স্থায়ী পর্যবেক্ষক মোতায়েন করেছে দেশের বিভিন্ন শহরে , যা কীনা নিরাপত্তা পরিষদ অনুদিত ৩০০ জনের চেয়ে অনেক কম।

 

এ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র নিরাজ সিং আজ  দামেস্কে বলেন যে এটি  জাতিসংঘের জন্যে খুবই জরুরী  বিষয় এবং পর্যবেক্ষকরা যাতে সেখানে দ্রুত পৌছুতে পারেন সে জন্যে সব রকমের চেষ্টা চালানো উচিৎ। জাতিসংঘের এই মিশনের দায়িত্ব গ্রহণের জন্যে নরওয়ের শান্তি রক্ষী মেজর জেনারেল রবার্ট মুডের আগমনের কয়েক ঘন্টা আগে তিনি এই মন্তব্য করেন।

 

এই আন্তর্জাতিক  সংস্থাটি এখন হমস, হামা , দারা এবং ইদলিবে তাদের পর্যবেক্ষক নিয়োগ করেছেন। পর্যবেক্ষকরা একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছেন যার ফলে অস্ত্র বিরতি সম্পন্ন হবে এবং সেখানকার ১৩ মাস ব্যাপী যুদ্ধের অবসানের লক্ষে সকল পক্ষ রাজনৈতিক নিস্পত্তির সন্ধানে আলোচনা শুরু করবেন।

 

সিরীয় সরকার এবং বিরোধী সক্রিবাদীরা সেখানকার মারাত্ম সহিংসতার জন্যে পরস্পরকে দোষারোপ করেছেন।