সিরিয়ায় শুক্রবার নতুন করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় এবং অন্তত ৭ জন নিহত হয়। সে দেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার ক্ষমতাসীন বাথ পার্টির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিরোধীতা বেড়েই যাচ্ছে।

সে দেশে বিদেশী বার্তা মাধ্যমের খবর সংগ্রহের সুযোগ সীমিত করা হয়েছে। কিন্তু অ্যাসোশিয়েটেড প্রেস বার্তা সংস্থার প্রকাশিত খবরে বলা হয়েছে সিরিয় নিরাপত্তা বাহিনী দক্ষিণাঞ্চলের দারা শহরে হাজার হাজার প্রতিবাদকারীর উপর কাদানে গ্যাস নিক্ষেপ করে ও গুলি বর্ষণ করে।।

রয়টার সংবাদ সংস্থা জানিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলে কুর্দী এলাকাতেও প্রতিবাদ বিক্ষোভ হয়। এর একদিন আগে মি আসাদ কয়েকজন কুর্দীকে সিরিয়ার নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেন।