জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশ ক’টি সদস্য দেশ বলছে জাতিসংঘ মানবাধিকার কমিশনার, এক বৈঠকে সিরীয়ার অসন্তোষ পরিস্থিতিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাওয়ার কথা বলে যেসব তথ্য পরিসংখ্যান উপস্থাপন করেছেন , তাতে তারা যারপরনাই উদ্বিগ্ন । যুক্তরাষ্ট্রের সহকারী স্থায়ি প্রতিনিধি রৌযমেরী ডিকারলো বলেছেন – সিরিয়ার মানবাধিকার সংকট আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যে হূমকি স্বরূপ ।
সরকার বিরোধীদের ওপর পরিচালিত রক্তক্ষয়ি দমন অভিযানের প্রতি ধিক্কার জানিয়ে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে , চীন ও রাশিয়া , ভিটো দিয়েছিলো অক্টোবরে ।
জাতিসংঘে জার্মানীর রাষ্ট্রদূত পীটার উইটীগ বলেছেন – এ বছর সিরিয়ার আরক্ষা বাহিনী মানবাধিকারের ওপর অপরাধ সংঘটনের জন্যে দায়ি বলে জাতিসংঘ মানবাধিকার প্রধান নাভী পিল্লাই যে মূল্যায়ন করেছেন , জার্মানী তার সঙ্গে সহমত পোষন করে ।
জাতিসংঘে বৃটেনের রাষ্ট্রদূত মার্ক লায়াল গ্র্যান্ট বলেছেন – গত দু’বছরের ভেতর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমোন রোমহর্ষক অবহিতকরন রিপোর্ট আর কখনোনা যায় নি ।