সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি সেনা ও সেনাবাহিনীর পক্ষত্যাগী সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়।
লন্ডন ভিত্তিক সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে শনিবার, তুরষ্কের সঙ্গে সীমান্তের কাছে, সূর্যদয়ের আগে, ইদলিব শহরে যে লড়াই হয় তাতে ৭ জন সরকারি সেনা, সেনাবাহিনীর ৫ জন পক্ষত্যাগী সেনা এবং তিন অসামরিক ব্যাক্তি নিহত হয়।
জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা সিরিয়ার তীব্র নিন্দা জানিয়ে ভোট দেওয়ার একদিন পরে এই সাম্প্রতিকতম মৃত্যুর খবর পাওয়া গেল। জাতিসংঘের মানবাধিকার পরিষদ বলেছে, সিরিয়ার সরকার প্রতিবাদ দমনের সময় মানবাধিকার লঙ্ঘন করেছে।