সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেন, সরকারের বিরুদ্ধে লড়াই-এ বিদ্রোহীরা জয়লাভ করতে পারবে না। তবে আলোচনার দরজা এক্ষনো তাদের জন্য খোলা।
 
মিসরের একটি সাপ্তাহিক খবরের কাগজ “আল আহরাম আল আরাবিতে” মন্তব্য  প্রকাশিত হয়, যেখানে মিঃ আসাদ বলেন যে “সশস্ত্র  বিরোধীরা দেশের বিরুদ্ধে সন্ত্রসী আক্রমণ চালাচ্ছে। সমাজে এরা জনপ্রীয় নয় এবং এর শেষও বিজয় হতে পারেনা।  
 
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, সিরিয়ার সরকার এবং বিদ্রোহীরা  দেশের সংকট নিরসন সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে করবে বলেই মনে হচ্ছে। তিনি বলেন, আগামী সপ্তাহে জাতি সংঘের সাধারণ পরিষদের সম্মেলনে বিশ্ব নেতৃবর্গের সংগে বৈঠকে সিরিয়ার বিষয়টি প্রাধান্য পাবে। মিঃ বান বলেন, সংকট সমাধা্নে বিশ্ব নেতৃবর্গের অবশ্যই জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত।
 
ওদিকে বৃটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়,  আলেপ্পোর উত্তরপূর্বাঞ্চলে লড়াই চলছে।  গতকাল দামেস্কে বিস্ফোরণের খবর পাওয়া যায়।  বৃহসপতিবার দেশব্যাপী ২৫০জন নিহত হয়েছে  এর মধ্যে ১৬৫ জন অসামরিক এবং ৩৪ জন বিদ্রোহী ছিল।