সিরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা বলছে যে শুক্রবার মধ্যাঞ্চলে হোমস শহরে বিক্ষোভকারীরা একজন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে।সংবাদ সংস্থা সানা আজ জানায় যে  গণতন্ত্রপন্থি  বিক্ষোভকারীরা হঠাৎ  সহিংস হয়ে পুলিশটিকে লাঠি ও পাথর দিয়ে আঘাত করে।

গতকাল শুক্রবার সিরিয়া জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সব চেয়ে বড় বিক্ষোভ হয় দক্ষিণের দারা শহরে। .

গত মাসে যে বিক্ষোভ শুরু হয় তা মাঝে মাঝে সহিংস হয়ে ওঠে যখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশের সঙগাত হয়। মানবাধিখার গ্রষ্ঠিগুলো বলছে যে বিক্ষোভের বিরুদ্ধে  কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের কাারণে এ পর্যন্ত সেখানে ২০০ ‘র ও বেশি লোক প্রাণ হারিয়েছে।