সিরিয়ার সরকারী যুদ্ধবিমানগুলো তুরস্কের সীমান্তবর্তী উত্তরের একটি শহরের ওপর বোমা বিস্ফোরণ করলে ২১ জন নিহত হয়েছে । এ দিকে ঐতিহাসিক প্রাচীন শহর আলেপ্পোতেও লড়াই ছড়িয়ে পড়েছে।
ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলেছে যে সালকিনে আজকের ঐ হামলায় নিহতদের মধ্যে আট জন শিশু ও রয়েছে। ঐ শহর থেকে সক্রিয়বাদিদের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেকগুলো মৃতদেহ একটি পিক আপ ট্রাকে স্তূপ করে রাখা হয়েছে।
আরও একটি সক্রিয়বাদী গোষ্ঠি Local Coordination Committees বলেছে যে ঐ আক্রমণে ৩০ জন নিহত হয়েছে। নিরপেক্ষ কোন সুত্র থেকে এই বোমা হামলায় হতাহতের খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কারণ সিরিয়া আন্তর্জাতিক সাংবাদিকদের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করে রেখেছে।
সিরিয়ার অন্যত্র , হামা , দারা এবং হমস প্রদেশ থেকেও মারাত্মক সহিংসতার সংবাদ পাওয়া গেছে।
আজই আলেপ্পোর মধ্যযুগীয় বাজার সৌক আল মাদিনার আগুন ঐ পুরোনো শহরের অন্যত্র ও ছড়িয়ে পড়ে যখন বিদ্রোহী ও সরকারী বাহিনী আবার ও তুমুল লড়াইয়ে লিপ্ত হয়।