জাতিসংঘ মহা সচিব বান কি মুন বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সিরিয় সরকারকে বিরোধীদের ওপর রক্তক্ষয়ী দমন অভিযান বন্ধ করা এবং শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিষ্কার বার্তা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার মালয়শিয়াতে বান কি মুন নিরাপত্তা পরিষদের ঐ বার্তাটি অভ্রান্ত বলে মন্তব্য করেন।
তিনি সরিয়ায় সব ধরণের সহিংসতা বন্ধ করার কথা বলেন। আর তা হতে হবে রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে।
বৃটিশ ভিত্তিক সিরিয় ওবজারভেটরি ফর হিউম্যান রাইটস দল জানিয়েছে যে সরকারি বাহিনী হামায় বিদ্রোহীদের ওপর কামানের গোলা নিক্ষেপ করে। দক্ষিনাঞ্চলের দারা শহরে বিরোধীদের ওপর গুলি চালান হয়।
আন্দোলনকারীরা জানিয়েছে নিরাপত্তা বাহিনী হোমসের কুসায়ার শহরে তিন জনকে হত্যা করেছে।