জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ায় সহিংসতা সংক্রান্ত প্রস্তাবের উপর ভোট গ্রহণ হয় এবং চীন ও রাশিয়া ভিটো প্রয়োগ করে। প্রস্তাবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যে প্রায় এক বছর ধরে সরকার বিরোধী প্রতবাদকারীদের উপর দমন অভিযান চালিয়েছে তার তীব্র সমালোচনা করা হয়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ, পশ্চিমী ও আরব দেশগুলো সমর্থিত প্রস্তাবে ভোট দেয়। ওই প্রস্তাবে সহিংসতার তীব্র সমালোচনা করা হয় এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য মি আসাদের প্রতি আহ্বান জানানো হয়।

নিউ ইয়র্কে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস নিরাপত্তা পরিষদকে বলেন রাশিয়া ও চীনের ‘না’ ভোটে যুক্তরাষ্ট্র বিতশ্রোদ্ধ।

বৈঠকের আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নৃশংসতার বিরুদ্ধে তারা যেন অবস্থান নেন। তিনি শনিবার এক বিবৃতিতে মি আসাদের আক্রমনের তীব্র সমালোচনা করেন।

ওদিকে হোমস শহরে রক্তপাত অব্যাহত রয়েছে। ২০০ বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মানবাধিকার কর্মীরা বলেছেন সিরিয়ার নিরাপত্তা বাহিনী হোমসের খালিদিয়া এলাকায় গোলা বর্ষণ করেছে।