রোববার স্পেনের জাতীয় নির্বাচন। এ নির্বাচনে বর্তমান বিরোধীদল পপুলার পার্টির জয়লাভের সম্ভাবনাকে বড় করে দেখাচ্ছে দেশটির মিডিয়া। বেকারত্বের দোহাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠা স্পেনের জনগণের ক্ষোভের খড়গ আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির উপর যে পড়ছে, তা সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক জরিপে স্পষ্ট। তবে পপুলার পার্টির নির্বাচনী ইশতাহারে অভিবাসীদের ব্যাপারে বিস্তারিতভাবে উল্লেখ না থাকলেও দলের প্রধান প্রেসিডেন্ট প্রার্থী মারিয়ানো রাখোই দীর্ঘদিন ধরে অভিবাসী নীতির বিরোধিতা করে আসছেন।
দলের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, বৈধ অভিবাসীরা নিয়ম মাফিক সুযোগ সুবিধা পাবেন; কিন্তু তাদেরকে স্পেনের রীতিনীতি, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। ৮ নভেম্বর টিভি মুখোমুখি বিতর্কেও(এল কারা আ কারা) স্পেনের নাগরিকদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেছেন। তিনি বলে আসছিলেন, অভিবাসীদের জন্য স্পেনের নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা ঠিকমতো ভোগ করতে পারছেন না। তবে সোসালিস্ট পার্টির নির্বাচনী ইশতাহারে অভিবাসীদেরকে যাবতীয় সুযোগ সুবিধা ভোগের কথা বলা হয়েছে।